Wednesday, 31 May 2023

By+verb+ing(Gerund)

 Gerund দেখতে verb এর মত হলেও verb নয়। ইহা মূলত noun. Gerund বাক‍্যের sub বা obj হিসাবে বসে।

একটি কাজ করার ফলে যদি আরেকটি কাজ হয় তবে By + gerund বসে।

ক্রিয়া + আ= Gerund(Verb+ing)

1. ভাত খাইয়া আমরা বাঁচতে পারি।

By eating rice we can live.

2. মনোযোগী হইয়া তুমি পরীক্ষায় ভালো করতে পার।

By being attentive you can do better in the exam.

3. খবরের কাগজ পড়ে তুমি অনেক কিছু জানতে পার।

By reading the newspaper you can know many things.

4. মিথ‍্যা বলিয়া আমরা পাপ করি।

By telling a lie we commit sin.

5. বৃক্ষ রোপণ করে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি।

By planting trees we can save the environment.

Now make sentence using by+ gerund..

pls comment and share.

Monday, 29 May 2023

Have to/has to + verb

 কোন কাজ করতে হবে এ ধরেণর বাধ‍্যবাধকতা বুঝাতে 

Sub+have to/has to+ verb+------বসে।

Example:

1. আমাকে ইংরেজি শিখতে হবে।

 I have to learn English.

2. আমাদেরকে সৎ হতে হবে।

 We have to be honest.

3. তাকে বাড়ি যেতে হবে।

He has to go home.

4. তোমাকে কাজটি করতে হবে।

You have to do the work.

5. বালকটিকে কঠোর পরিশ্রম করতে হবে।

The boy has to work hard.

Now practise more. And write to me. Pls comment share. 

Sunday, 28 May 2023

Use of had

 Had অতীতে কারো কিছু ছিল বুঝালে past indefinite tense এ had বসে।

sub+had+-------

1. আমার একটি কলম ছিল

I had a pen.

2. লোকটির অনেক সম্পদ ছিল

The man had much wealth.

3. আমাদের একটি পুকুর ছিল।

We had a pond.

4. বালকটির একটি ঘুড়ি ছিল।

The boy had a kite.

5. বাবার একটি গাড়ি ছিল।

Father had a car.

Now make sentence.

Saturday, 27 May 2023

Transformations

1. The dog had been fed. (Active)

2. He speaks english more correctly than you.(positive)

3. We should be honest.(Imperative)

4. He leads a very unhappy life.(Exclamatory)

5. Oneday i shot a bird.(passive)

6. The rose is the best of all flowers(positive)

7. My pen is costlier than yours.(Positive)

8. Pen through the sentence.(passive)

9. How talkative you are!(assertive)

10. It is more than honesty.(positive)



Friday, 26 May 2023

Use of have/ has

 Look at the sentences below

1. I have a book - আমার একটা বই আছে

2. We have a house- আমাদের একটি বাড়ি আছে

3. You have a pen - তোমার একটি কলম আছে

4. He has a garden - তার একটি বাগান আছে 

5. Father has a car - বাবার একটি গাড়ি আছে

6. Karim has a ball - করিমের একটি বল আছে

7. They have a computer - তাদের একটি কম্পিউটার আছে।

মনে রাখতে হবে he, she, যেকোন একটি নাম যদি Subject হয় তবে has বসে।

Now practise:

1. আমার একটি সমস‍্যা আছে

2. লোকটির অনেক টাকা আছে।

3. তার একটি লাল জামা আছে।

4. আমাদের একটি পুকুর আছে।

5. বালকটি একটি বই আছে।

6. মেয়েটির একটি পুতুল আছে।

7. তোমার অনেকগুলো বই আছে।

8. তাদের একটি খেলার মাঠ আছে।


Used to + verb

 1. I used to play hide and seek. 2. He used to live in a village.  3. Mother used to teach me Arabic. 4. I used to go to school on foot. 5....