Friday, 26 May 2023

Use of have/ has

 Look at the sentences below

1. I have a book - আমার একটা বই আছে

2. We have a house- আমাদের একটি বাড়ি আছে

3. You have a pen - তোমার একটি কলম আছে

4. He has a garden - তার একটি বাগান আছে 

5. Father has a car - বাবার একটি গাড়ি আছে

6. Karim has a ball - করিমের একটি বল আছে

7. They have a computer - তাদের একটি কম্পিউটার আছে।

মনে রাখতে হবে he, she, যেকোন একটি নাম যদি Subject হয় তবে has বসে।

Now practise:

1. আমার একটি সমস‍্যা আছে

2. লোকটির অনেক টাকা আছে।

3. তার একটি লাল জামা আছে।

4. আমাদের একটি পুকুর আছে।

5. বালকটি একটি বই আছে।

6. মেয়েটির একটি পুতুল আছে।

7. তোমার অনেকগুলো বই আছে।

8. তাদের একটি খেলার মাঠ আছে।


1 comment:

Used to + verb

 1. I used to play hide and seek. 2. He used to live in a village.  3. Mother used to teach me Arabic. 4. I used to go to school on foot. 5....