Thursday, 1 June 2023

Without+gerund

 একটি কাজ না করিয়া আরেকটি কাজ হলে বা না হলে Without+gerund বসে। ইহা by + gerund এর বিপরীত।

1. ভাত না খাইয়া আমরা বাঁচতে পারিনা।

Without eating rice we can not live.

2. চর্চা না করিয়া তুমি ইংরেজি শিখতে পারনা।

Without practising you can not learn English.

3. সৎ না হইয়া তুমি সুখী হতে পারনা।

Without being honest you can not be happy.

4. কঠোর পরিশ্রম না করে কেউ সুখী হতে পারনা।

Without working hard none can be happy.

Now try to make sentence.

No comments:

Post a Comment

Used to + verb

 1. I used to play hide and seek. 2. He used to live in a village.  3. Mother used to teach me Arabic. 4. I used to go to school on foot. 5....