Friday, 23 June 2023

Be+ Adj+that+ sub+ verb

 I am happy that you have got A+.

I am sorry that you have failed in the exam.

We are lucky that nature has given us many things.

It is natural  that every mother loves her child. 

I am shocked that you have met with an accident. 

It is clear that you have done it.

Tuesday, 6 June 2023

If + past + past conditional

https://play.google.com/store/apps/details?id=com.audiomack


 অতীতের শর্ত বুঝাতে Past condional ব‍্যবহৃত হয়। এ ধরণের শর্ত কখনো পূরণ হয়না। এগুলো কাল্পনিক বা অবাস্তব।

If + sub + verb2 + ----- + comma + sub + would / could + verb1 + -----

আবার if যুক্ত বাক‍্যের মূল verb হওয়া বুঝালে

If + sub + were + ----- comma + sub + would/ could + verb + ----

1.If you came, I would go.

2. If you were attentive, you could get A+ in the exam.

3. If she wanted, I could help her.

4. If I were rich, I could help the poor.

5. I would be happy if you came.

6. We could win the match if we played well.


Now practise. 

Write to me if you need.

Saturday, 3 June 2023

If + present + future

 If you come, I will go.

এখানে if যুক্ত বাক‍্যটি শর্তবোধক এবং পরবর্তী বাক‍্যটি Result প্রকাশক। এ ধরণের শর্ত পূরণ হতে পারে।

Structure : If + Sub+Verb(s/es) + --- + কমা + Sub + shall/will + verb + -----

1. যদি তুমি আমাকে সাহায্য কর, আমি  তোমাকে সাহায্য করব।

If you help me, I will help you.

2. যদি মনোযোগী হও, তুমি পরীক্ষায় ভালো করবে।

If you are attentive, You will do better in the exam.

3. যদি সে আসে, আমি যাব।

If he comes, i will go.

4. যদি সময়কে অপচয় কর, তুমি জীবনে কষ্ট ভোগ করবে।

If you waste time, You will suffer in life.

5. যদি কঠোর পরিশ্রম কর, তুমি জীবনে উন্নতি করবে।

If you work hard, You will shine in life.

Friday, 2 June 2023

If + present + present

 If it rains, I don't go to school.

এখানে If যুক্ত বাক‍্যটি শর্তবোধক এবং পরবর্তী বাক‍্যটি ফলাফল প্রকাশক। এ ধরণের শর্ত যা সাধারণত পূরণ হয়। 

structure: If + sub + verb(s/es) +--- + comma + sub + verb + --

আবার Imperative sentence + if + sub + verb

1. তুমি যদি চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি।

If you want, I can help you.

2. যদি আমি অসুস্থ হই, মা খুব চিন্তিত হন।

If i am ill, Mother becomes very worried.

3. চালিয়ে যাও যদি চাও।

Go on if you want.

4. আমি যেতে পারি যদি সময় পাই।

I can go if i get time.


Follow this blog to get all posts.


Thursday, 1 June 2023

In order to +Verb

 In order to = জন‍্যে, উদ্দেশ্যে।

উদ্দেশ্যমূলক verb এর পূর্বে in order to বসে।

ইহা simple sentence. 

Structurr: Sub + Verb + --- + in order to + verb

or

In order to + Verb + ---- + sub + verb + -----

1. বেঁচে থাকার জন‍্য আমরা খাই।

In order to live we eat.

2. জীবনে ঊন্নতি করার জন‍্য সে কঠোর পরিশ্রম করে।

He works hard in order to shine in life.

3. বাবার সাথে দেখা করার জন‍্য সে এসেছিল।

He came in order to see my father.

4. মাছ ধরার জন‍্য জেলেরা সাগরে যায়।

The fishermen go to the sea in order to catch fish.

5. কলম কেনার জন‍্য মা আমাকে দশ টাকা দিলেন।

Mother gave me ten taka in order to buy a pen.



লাশ হয়ে গেলাম

 কেমন যেন হয়ে গেছি

কথা বলতেও ভীত

পথ চলাটাও শংকিত

চোখ তুলে তাকাতেও ভয়

কেমন যেন নিজেকে লুকাতেই ব‍্যস্ত।

অথচ এমনতো কথা ছিলনা

পাখির মতো স্বাধীনতা চেয়েছিলাম

প্রাণভরে হাসতে চেয়েছিলাম 

কোথাও কোন ভুল হয়েছে

নিজেকে মৃত মনে হয়

সবাই আমাকে লাশ ভাবে 

আর আমিও এতে সুখ খুঁজি।

Without+gerund

 একটি কাজ না করিয়া আরেকটি কাজ হলে বা না হলে Without+gerund বসে। ইহা by + gerund এর বিপরীত।

1. ভাত না খাইয়া আমরা বাঁচতে পারিনা।

Without eating rice we can not live.

2. চর্চা না করিয়া তুমি ইংরেজি শিখতে পারনা।

Without practising you can not learn English.

3. সৎ না হইয়া তুমি সুখী হতে পারনা।

Without being honest you can not be happy.

4. কঠোর পরিশ্রম না করে কেউ সুখী হতে পারনা।

Without working hard none can be happy.

Now try to make sentence.

Used to + verb

 1. I used to play hide and seek. 2. He used to live in a village.  3. Mother used to teach me Arabic. 4. I used to go to school on foot. 5....